বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দিন খানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৮:২৯:অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে যশোরের মণিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সামাজিক পৃথক দুরত্ব বজায় রেখে নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দীন খান এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অনুষ্ঠানটি আয়োজন করেন, মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সভাপতি ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন।

অনুষ্ঠানে নেংগুড়াহাট বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল স্মৃতি সংসদের সভাপতি মাষ্টার রিজাউল করিম এর সভাপতিত্বে ও নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ও চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহম্মেদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও মণিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের আলাউদ্দিন, মণিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী আব্দুল হামিদ।

এছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য দেন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, চালুয়াহাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চন্দ্র পাল, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন, মোসলেম উদ্দিন, ওয়াজেদ আলী, তবিবর রহমান, ডাঃ নারায়ন চন্দ্র, নারায়ন চন্দ্র সরকার, আবু দাউদ, আব্দুল কাদের, নফর আলী, রবিউল ইসলাম, নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অরুণ সরকার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পরিতোষ সরকার, শহীদ জামাল স্মৃতি সংসদের সদস্য লুৎফর রহমান, শহিদুল ইসলাম খান, তাজু হোসেন, ডাঃ মাসুদ রানা, শেখ ফজলুর রহমান, আব্দুল হাই, ইউপি সদস্য মফিজুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সৌমিক হক অনিক, নাজমুল হাসান সবুজ, আবু তৈয়েব টুটুল, সদস্য আব্দুস সালাম মিন্টু, বিপ্লব হোসেন, আবু সাঈদ সহ নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সকল শিক্ষকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে ঝিকরগাছা ও মণিরামপুর উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে আত্মা‎হুতি দিয়েছিল মণিরামপুরের গৌরীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দীনসহ কেশবপুরের মঙ্গলকোর্ট গ্রামের আব্দুল খালেক, মণিরামপুরের হানুয়ার গ্রামের আব্দুর রাজ্জাক, জামশেদ আলী, রোহিতা গ্রামের নূর ইসলাম এই পাঁচ সূর্যসন্তান।

 

উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাদ পরিচালনা করেন- মোওলানা তাজাম্মুল হোসেন সহকারি শিক্ষক নেংগুড়াহাট স্কুল এণ্ড কলেজ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর