পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মে ১০, ২০১৯ | আপডেট: ৯:১৮:অপরাহ্ণ, মে ১০, ২০১৯

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা:
পাইকগাছা বাজারে পবিত্র মাহে রমযানকে সামনে রেখে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়নার নেতৃত্বে গতকাল বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী অভিযানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য-সামগ্রী রাখাসহ বিভিন্ন অপরাধে সর্বমোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে তার সাথে ছিলেন, প্রসিকিউটর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল,পেশকার দীপংকর প্রসাদ মল্লিক সহ স্থানীয় থানা পুলিশ।
এ সময়ে বিভিন্ন অপরাধে মুদি দোকানদার যথাক্রমে শ্রীপদ সানাকে ৫০০,নিত্যানন্দ মন্ডলকে ১০০০,প্রশান্ত সাধুকে ১৫০০,উত্তম সাধুকে ১৫০০,সুকুমার সাধুকে ১০০০। সর্বমোট ৫,৫০০( পাঁচ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় এছাড়া জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক