পাইকগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে কপিলমুনির জয়

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ | আপডেট: ১০:০১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা বুধবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলার দ্বিতীয়ার্ধে কপিলমুনির পক্ষে একমাত্র গোলটি করেন স্বাধীন। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদখালী কোন গোল করতে না পারায় ১-০ ব্যবধানে চাঁদখালীকে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, এসআই নাজমুল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আছাদুজ্জামান, জিএম ইকমারুল ইসলাম, ইউপি সদস্য এজাহার আলী, আব্দুর রাজ্জাক। ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও আশরাফুল ইসলাম টুটুল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক