পাইকগাছায় ১৭৫ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯


পাইকগাছা (খুলনা) সংবাদদাতাঃ
পাইকগাছার রাড়ুলী থেকে ১৭৫ বোতল ফেনসিডিলসহ আব্দুস সাত্তার হালদার নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ । শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদে এস.আই ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুস সাত্তার হালদার নামে মাদক ব্যবসায়ীকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ঘরের ভিতর থেকে ২টি বস্তার ভিতর থাকা ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আওয়ামীলীগনেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের ছেলে সাইফুল ইসলাম গোলদার ও স্থানীয় ইউপি সদস্য জাহান আলীর সহায়তায় এ ব্যবসা করছে বলে ধৃত সাত্তার জানায়। সাত্তার পিরোজপুরের জিয়ালনগরের বালিপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। ৪ বছর পূর্বে সাত্তার তার ভাইরা ভাই রাড়ুলী ইউপির সাবেক মেম্বর মৃত ইউনুস গোলদারের পরিচয়ের সুত্রে রাড়ুলীতে বসবাস করে আসছে।ওসি এমদাদুল হক শেখ জানান, তার নামে পিরোজপুর, খুলনা ও পাইকগাছায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত হয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমনিুল ইসলাম বজলু/পাইকগাছা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক