তালায় ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৯:৩৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): তালায় ট্রাকের ধাক্কায় হযরত আলী গাজী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামের মোকাম আলী গাজীর পুত্র। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার বারাত-মনোহরপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম জানান, বিকালে গরু ব্যবসায়ী হযরত আলী গাজী আলমসাধুতে চড়ে পাটকেলঘাটা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক আলমসাধুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে তালা উপজেলার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ বিষয়টি থানা পুলিশকে অবহিত করেনি বলে জানা গেছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স তালায় ট্রাকের ধাক্কায় নিহতনিরাপদ সড়ক চাই সংবাদটি ৩৭০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত