ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী কলা গাছের ভেলা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯ | আপডেট: ৭:০৬:অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
খুলনার ডুমুরিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি কলার গাছের ভেলা বাইচ প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। কলা গাছের তৈরি ব্যতিক্রমী এই ভেলা বাইচ দেখতে জড়ো হয় শিশু-কিশোরসহ সব বয়সের বিপুল সংখ্যাক লোক। গুটুদিয়া সার্ব্বজনীন মঠ আশ্রম কমিটির আয়োজনে শ্যামা পূজা উপলক্ষে সোমবার দিনব্যাপী মঠ সংলগ্ন দিঘিতে এ ভেলা বাইচ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১১টি ভেলা দল অংশ গ্রহন করে। গুটুদিয়া গ্রামের জয়মা নামক ভেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়স্থান অধিকার করেছে গুটুদিয়া গ্রামের মা-দুর্গা নামক দলটি এবং তৃতীয় স্থান হয়েছে বান্দা গ্রামের শেখ রাসেল স্মৃতি সংসদ। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্যদিয়ে বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পরে চ্যাম্পিয়ন দলের মাঝি গৌতম মন্ডলের হাতে প্রথম পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং দ্বিতীয়স্থান দলের মাঝি কামরুল সরদার ও তৃতীয় স্থান দলের মাঝি বিশ্বজিত রায়ের হাতে স্ট্যান্ড ফ্যান পুরস্কার তুলে দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসান গাজী, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, ইউপি সদস্য সরদার মাসুদ রানা ও ভেলা বাইচের আজীবন পুরস্কার দাতা ছোট্ট শিশু তীর্থ প্রসাদ মন্ডল। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন মঠ কমিটির সভাপতি কৃষ্ণদাস রায়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুব্রত কুমার ফৌজদার, ডাঃ শংকর মহলদার ও সীমান্ত মন্ডল। ভেলা বাইচে সার্বিক সহযোগিতা করেন সুনিল মন্ডল, অশোক মন্ডল, তুষার কবিরাজ, রতন মন্ডল, হারান মন্ডল, শ্যামল সরকার, রঞ্জন মন্ডল, সুব্রত মন্ডল, গোবিন্দ সরকার, ধ্রুব কবিরাজ, সমরেশ মন্ডল, নিরুপম কবিরাজ, দিপক বিশ্বাস, প্রশান্ত গোলদার, তপন মন্ডল, ভাষ্কর মন্ডল, অজয় ফৌজদার, হিরামন মন্ডল, গোপাল কবিরাজসহ মঠ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক