জেএমবি সদস্য কারাবন্দী নাসির দফাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯ | আপডেট: ৭:৫৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার অন্যতম আসামী জেএমবি সদস্য কারাবন্দী নাসির উদ্দীন দফাদার মস্তিষ্কে রক্ত ক্ষরন জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বিরুদ্ধে মোট ৬ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান জেল কর্তৃপক্ষ।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহত নাসির উদ্দীন দফাদার (৭০) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার দলিল উদ্দীন দফাদারের ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর ওই বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতার হন জেএমবি সদস্য নাসির উদ্দীন দফাদার। এরপর থেকে তিনি দীর্ঘ প্রায় ১৪ বছর কারাবন্দী থাকার পর আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে তার মস্তিষ্কে রক্ত ক্ষরন হলে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।


হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, সদর হাসপাতালে পৌছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে। জেলার তুহিন কান্তি আরো জানান, নিহত নাসির উদ্দীনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক