ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ | আপডেট: ৮:০৭:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের সংগীতা মোড় এলাকায় অনুষ্ঠিত কেককাটা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ মমতাজুল ইসলাম চন্দন। জেলা ছাত্রদলের সিনি-সহ সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মিলন ও সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, সাবেক জেলা যুবদলের সাধারন সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসান হাদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আসিফুর রহমান তুহিন, জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান,জেলা মহিলা দলের সাধারন সম্পাদীকা সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনি-সহ সভাপতি মিলন সিকদার, শহর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম রেজা, শহর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি জুলফিকার সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান, সাবেক সিটি কলেজ সভাপতি শেখ আরিফুর রহমান আলোসহ সকল থানা, পৌর, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল মাঠে থাকবে বলে তারা আরো জানান।

 

 

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক