চুকনগরে কয়রা উপজেলা নির্বাহী অফিসারকে বহনকারী গাড়ী দূর্ঘটনায় কবলিত: এ্যাম্বুলেন্স চালক গুরুত্বর আহত

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯ | আপডেট: ৫:০৯:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

চুকনগর সংবাদদাতা:
কয়রা উপজেলা নির্বাহী অফিসারকে বহনকারী সরকারী গাড়ী চুকনগরে দূর্ঘটনায় কবলিত হয়েছে। আহত হয়েছে এ্যাম্বুলেন্স চালক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া পল্লী বিদ্যুতের সাব ষ্টেশন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহাকে বহনকারী সরকারী গাড়ী তাকে নিয়ে খুলনায় যাওয়ার পথে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া পল্লী বিদ্যুতের সাব ষ্টেশনের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা আনিশা নামে একটি রোগীবাহী এ্যাম্বুলেন্স এর সাথে মুখোমুখি পাশ বরাবর সংঘর্ষ হয়। এসময় গাড়ি দুটি মহাসড়ক থেকে দুই দিকে ছিটকে পড়ে। এসময় এ্যাম্বুলেন্স চালক রুবেল হোসেন (৩০) কে গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা সহ আরও ২/৩জন আহত হয়। সংবাদ শুনে চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ ও স্থানীয় জনগন আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

g.a.k/chuk/5.09 pm


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক