খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১ | আপডেট: ৫:২৩:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও খুলনা জেলা প্রশাসনের নির্দেশক্রমে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর  নেতৃত্বে সোমবার(৯আগষ্ট) খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়।  
 
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (খাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, খাদ্য মোড়কে মেয়াদ মূল্য না থাকা ও অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশ) করায় জায়তুন সুইটস কে ১০ হাজার ও আদি ঘোষ ডেয়ারী কে ১৫ হাজার মোট২টি প্রতিষ্ঠানকে  ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
 
ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ,  লিফলেট, প্যামপ্লেট  বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, শিরোমনি খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর  খুলনা প্রতিনিধি। 
 
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা