কেশবপুর উপ-নির্বাচন উপলক্ষ্যে বেলতলা বাজারে আ’লীগের বিশেষ বর্ধিত সভা প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ | আপডেট: ৮:২০:অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ আগামী ১৪ই জুলাই যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এর পক্ষে শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের বেলতলা বাজারে আওয়ামলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী মোহাম্মদ আলী। এছাড়া অতিথি হিসাবে বক্তব্য দেন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান হাবিব, শাহরিয়ার আলম খান কাবিল, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল হাসান, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ওর্যাড যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোঃ রেজাউল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। সংবাদটি ৫৬৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য