কেশবপুরে বিদ্যুতের ট্রান্সফরমারের আগুন নেভাতে গিয়ে লাইনম্যান আহত 

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ | আপডেট: ৫:৪০:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

যশোরের কেশবপুরে সোমবার(৭ ডিসেম্বর) দুপুরে টেলিফোন একসেন্স অফিসের ভেতর অবস্থিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিভাতে গিয়ে একজন লাইনম্যান আহত হয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের সহকারি ব্যবস্থাপক আব্দুল লতিফ বলেন, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে খুটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে লাইনম্যান হাসানুজ্জামান অপু(২৬) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। আগুনে একটি ট্রান্সফরমার পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ইকতিয়ার আজাদ ও আব্দুল গফফার বলেন, প্রায় আধাঘন্টা আগুন জ্বলতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মাইকেল গেটের সামনে টেলিফোন এক্সচেঞ্জ অফিসটি অবস্থিত। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ হুমায়ন কবীরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ আসে।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর