কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি কলেজ মাঠে বাজার শুরু প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ | আপডেট: ১২:২১:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেকেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য সরকারি কলেজ মাঠে বাজার বসেছে । বুধবার সকালে কেশবপুর সরকারি কলেজ মাঠে কাঁচা বাজার, খুচরা মাছ বাজার ও মাংশ বাজার বসা শুরু হয়েছে । এ বাজার চলবে সকাল ১১ টা পর্যন্ত । বুধবার সকালে সরকারি কলেজ মাঠে বসা এ বাজার পরিদর্শন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রমুখ।পরিদর্শনকালে কর্মকর্তারা কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রেখে সকলকে বাজার করার জন্য অনুরোধ জানান।গত শনিবার কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে কাঁচা বাজার স্থানান্তরের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মাছ আড়ৎদাররা যথাস্থানে থাকবে। দেশের এই দুর্যোগ মুহূর্তে প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এমন সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল । সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ৫৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত