কালিগঞ্জ কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্র নিহত

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ | আপডেট: ১১:০৩:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির রামনগর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে এইচ ,এস ,সি পরীক্ষার্থী ইলিয়াস হোসেন (২০ ) নামে এক ছাত্র নিহত হয়েছেন । সে রামনগর গ্রামের শওকত আলী শেখের তিন পুত্রের মধ্যে ছোট পুত্র । ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ ইএপ্রিল) বিকাল ৪ টায় তার নিজ বাড়িতে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রাপ্ত তথ্যে সরেজমিনে যেয়ে জানা যায়, রামনগর গ্রামের শওকত আলী শেখের ছোট পুত্র ইলিয়াস হোসেন বিকালে ফসলি জমিতে মটর দিয়ে পানি উঠাতে ছিল। পানি দেওয়ার শেষ হয়ে গেলে তার মাকে বিদ্যুতের প্লাগ ছাড়াতে বলে ।

প্লাগ ছাড়াতে একটু দেরি হওয়ায় সে মনে করে তার মা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেছে । বিধায় সে তার গোছাতে থাকে হঠাৎ শর্ট সার্কিট হয়ে মাটিতে পড়ে যায় । বিষয়টি পার্শ্ববর্তী মানুষ জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হয় । ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে । তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক