কালিগঞ্জে ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতারণ প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বই বিতারন করা হয়েছে। ০১ জানুয়ারি ২০২১ সকাল ৯টায় স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের শুভ উদ্বোধন করেন ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খাঁন মোঃ রবিউল ইসলাম। উদ্বোধনকালে সভাপতি বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওহিদুজ্জামান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সদস্য ও ভদ্রখালী স্টেডিয়াম ক্লাব এর সাভাপতি মোঃ আনিছুর জামান মিন্টু ও স্কুলের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী অভিভাবক স্কুলের সকল শিক্ষকবৃন্দসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংবাদটি ৬১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু