কালিগঞ্জে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দূর্যোগ সহনশীল বাসগৃহের চাবি হস্তান্তর

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শেখ হাসিনার বিশেষ উপহার দূর্যোগ সহনশীল বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় ২৫জন উপকার ভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ১৭ই মার্চ বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হন্তান্তর করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন সহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর ঐকান্তি প্রচেষ্টায় মুজিব বর্ষে জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ১৪৮টি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা এবং মৌতলা বাজার কে সিসি ক্যামেরার আওতায় এনে উদ্বোধন করেন। আগামীতে পর্যায় ক্রমে কালিগঞ্জ উপজেলার সকল গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানানো হয়।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক