কালিগঞ্জে কৃষ্ণনগরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে খাল থেকে বালু উঠানো গর্তে জমে থাকা পানিতে ডুবে খায়রুল ইসলাম (০৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সোমবার সকাল ১০ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিশু খায়রুল তার দাদুর সাথে পার্শ্ববর্তী খালে মাছ ধরা দেখতে যায়। খালের ওপারে বসে বসে মাছ ধরা দেখছিল হঠাৎ সে তার দাদার অজান্তে কখন পানিতে পড়ে যায়। তাকে খালের ধারে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। সন্দেহের বসত ওই খালে এবং পার্শ্ববর্তী গর্তে খোঁজাখুঁজি করে পানিতে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। শিশু খায়রুলে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানিতে ডুবে মৃত্যু সংবাদটি ৬০১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু