কালিগঞ্জের নাজিমগনঞ্জ কাচাবাজার উপজেলা মাঠে হস্তান্তর করার দাবি

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ | আপডেট: ১১:১৬:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
“ঘরে থাকুন, নিজে ও অন্যকে সুস্থ রাখুন ” করোনাভাইরাস সংক্রামনের কারণে জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে নাজিমগনঞ্জ কাচাবাজার উপজেলা মাঠে হস্তান্তর করার দাবি জানান কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাভাপতি মোঃ মাহবুবর রহমান। করোনা মাহামারি থেকে বাঁচার একমাত্র অস্ত্র হচ্ছে মহান রাব্বুল আলামিনের কাছে প্রর্থনা করা। ব্যাক্তি থেকে ব্যাক্তির দূরত্ব বজায় রাখা, প্রত্যেকে নিজ নিজ অবস্থানে সচেতনতা অবলম্বন করা, সামাজিক দুরত্ব মেনে চলা, আর তারই অংশ হিসেবে বাজারকে ছোট পরিসর থেকে বড় পরিসরে নিয়ে যাওয়ার কথা জানান নাজিমগনঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ মাহবুবর রহমান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অস্থায়ী বাজার সম্পর্কে বলতে গিয়ে সাবেক চেয়ারম্যান বলেন অনেক ব্যাবসায়ীরা করোনা পরিস্থিতির কারনে লোকসান গুনছেন যদি আরো খারাপ হয় তাহলে ব্যাবসায়ীরা বেশ ক্ষতির মুখে পড়বেন। সংশ্লিষ্ট কাচাবাজার উপজেলা মাঠে হস্তান্তর করার ব্যাপারে কালিগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন তিনি।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক