করোনায় ঢাকায় মারা গেলেন রাজগঞ্জের সন্তান বাবু

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ | আপডেট: ১১:৪৭:অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলাম বাবু (৪৮) নামে এক ব্যবসায়ীর ঢাকায় মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। নিহত বাবু যশোরের মণিরামপুরের রাজগঞ্জের রামনাথপুর গ্রামের আব্দুল বারিক মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অটোমোবাইলসের ব্যবসা করতেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহতের মামাতো ভাই মণিরামপুর সরকারি কলেজের প্রভাষক সাজেদুর রহমান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ দিন আগে জ্বরে আক্রান্ত হন বাবু। ছয় দিন বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পর জ্বর না পড়ায় চারদিন আগে তিনি (বাবু) রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। এরপর পরীক্ষা নিরীক্ষা করে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রোববার সন্ধ্যায় মৃত্যু হয় বাবুর।

প্রভাষক লিটু বলেন, সিরাজুল ইসলাম বাবুর মরদেহ মণিরামপুরে আনার চেষ্টা চলছে। আমরা তাকে গ্রামে দাফনের কথা ভাবছি।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর