করোনায় আক্রান্ত হয়ে মণিরামপুরে প্রথম এক ব্যবসায়ীর মৃত্যু: দাফন সম্পন্ন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ | আপডেট: ৭:৩৪:অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলাম বাবু (৪৮) নামে এক ব্যবসায়ীর ঢাকায় মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহত ব্যাবসায়ী মণিরামপুর উপজেলার রাজগঞ্জের রামনাথপুর গ্রামের হাজি আব্দুল বারিক মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অটোমোবাইলসের ব্যবসা করতেন। নিহতের মামাতো ভাই মণিরামপুর সরকারি কলেজের প্রভাষক সাজেদুর রহমান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ দিন আগে জ্বরে আক্রান্ত হন বাবু। ছয় দিন বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পর জ্বর না পড়ায় চারদিন আগে তিনি (বাবু) রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। এরপর পরীক্ষা নিরীক্ষা করে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রোববার সন্ধ্যায় মৃত্যু হয় তার। এদিকে গতকাল সোমবার (১৫ জুন) সকালে তাকওয়া ফাউন্ডেশন মণিরামপুর শাখার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ গ্রামের বাড়ী মণিরামপুরের রাজগঞ্জের রামনাথপুরে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর