কবিতা: “পথিক” প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১ | আপডেট: ১২:২৬:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১ মুহা: হাবিবুর রহমান কতটা পথ হাঁটলে তাকে পথিক বলবে? কতটা যুদ্ধ করলে গুণে গুণে তাকে বলবে যোদ্ধা? হিমবাহের শীতল জলরাণ্যে সাঁতার কাটলে কী হিসাবে বলবে সাঁতারু? কন্ঠের মাধুর্য মিশিয়ে প্রানের সব আবেগ দিয়ে গলা ছেড়ে যদি গায় গান সে কি তবুও শিল্পী হবে? তাকে বলবে কি কালজয়ী? এই পথ জন্ম থেকে বহু দূরে বহমান নদীর মতো বয়ে চলে পথিকের পায়ের ছোঁয়ায় ধুলি বালি কাকরের কণা যুদ্ধের মাঝে ঝরা রক্তের ফোটা-সুরের মুর্চ্ছনা নিদারুন বেদনা অথবা আশাহত জীবনের নিরুত্তাপ কল্পনার মাঝে খুঁজে পাওয়া বিষন্ন বিকেল বেলা, জ্যোস্নায় প্লাবিত রাত্রির আলো ছায়া, ভোরের আলো ফোটার সময় প্রার্থনায় উচ্চারিত শব্দ মালা। কতটা ধলি বালি পায়ে মাড়ালে জগৎ সংসারে পূন্য ফিরবে জানো কি? জানিনা সেই বার্তা আমি তুমি সে অন্যরা! স্বপ্ন বুনতে বুনতে সময় শেষের দিকে নীড়ে ফেরা পাখিদের মতো সকাল থেকে সারাদিন শেষে আবারও ডানায় ভর করে ঘরে ফেরার আয়োজন, ত্রস্ত পথিকের চোখের দৃষ্টি কল্পনার বিলাসী চেতনা পথিক কোন সে জন? নিজের সাথে যুদ্ধ করে জেতে আবার হারেও? কতটা ত্যাগের পরে বলবে সে ত্যাগী মহাজন? শুরু এবং শেষের ব্যবধানের মাঝে লুকিয়ে থাকে আশা নিরাশার দোলনা দারিদ্র আর বৈভবের পার্থক্য মানুষের বিবেক জাগ্রত করে আমি তো বরাবর বিবেকের কাছে দায়বদ্ধ থাকি, তুমি তোমরা সে তাহারা কি তেমনটি ভাবে? অদৃশ্যের সুতোয় বাঁধা থাকে কি জীবনের উপাখ্যান? কতটা পথ হাঁটলে তাকে পথিক বলবে? বিপরীত স্রোতে চললে অথবা স্রোতের অনুকূলে সেই কি মাঝি হবে? অসংখ্য কি র মধ্যে কোন কি টাই বা সত্য! চোখে দেখা সব কিছুই কি সত্যি হয় দেখার মধ্যেও অদেখা, ভূল দেখা কত রকম সংগা কে হিসেব রাখবে সেও অজানা। মুহা: হাবিবুর রহমান প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কুতি বিভাগ নওয়াবেঁকী মহাবিদ্যালয় নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা। সংবাদটি ৫৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?