কপিলমুনিতে ‘চলারসাথী’ সংগঠনের যাত্রা শুরু প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৬:০৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): ‘যদি হাঁটুন দু’বেলা, থাকবে না রোগের জ্বালা’ এই শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসে কপিলমুনিতে ‘চলারসাথী’ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এদিন সকাল ৮ টায় কপিলমুনির কালী বাড়ী ঘাট চত্ত্বরে যুগোল কিশোর দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে যুগোল কিশোর দে’কে সভাপতি ও মুন্সী রেজাউল করিম মহব্বকে সাঃ সম্পাদক করে ‘চলার সাথী’ সংগঠনের কমিটি গঠন করা হয়। এ সময় জি এম হেদায়েত আলী টুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগোল কিশোর দে, আব্দুর রহমান, মুন্সী রেজাউল করিম মহব্বত, পলাশ কর্মকার। এর আগে স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করে র্যালী করেন সদস্যবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি সংবাদটি ২৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ