আজ হতে শত বর্ষ পরে (প্রথম অংশ)

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ | আপডেট: ১০:১২:অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
আজ হতে শত বর্ষ পরে (প্রথম অংশ)
………….তুলোশী চক্রবর্তী
 
আজ হতে শত বর্ষ পরে
কেমন থাকবে পৃথিবী? কল্পনারই বাইরে
হয়তো গ্রীস্মের প্রখর সূর্য তাপে
জীবজগৎ ভস্মীভূুত হবে ধাপে ধাপে,
হয়তো প্রবল বন্যায়,কিংবা সুনামির জলস্রোত পর্বে
মানবসভ্যতা তলিয়ে যাবে সমুদ্রগর্ভে,
অতিখরায় শস্য উৎপাদনের হবে বিনাশ
গরম থেকে বাঁচতে মানব অরন্যে তৈরি করবে বাস,
হয়তো সেখানেতেও লাগবে দাবানল
লেগেই থাকবে মহামারি দুর্ভিক্ষ প্রবল,
দিনে দিনে মানব উন্নত হতে গিয়ে
ভেবেই দেখেনি খারাপ দিকটা নিয়ে,
হয়তো আজ থেকে শত বর্ষ পরে
কষ্টের সীমা থাকবেনা আর ধৈর্য্য মাঝারে।

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক