সোনালী ব্যাংক রাজগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস এর উদ্বোধন প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ | আপডেট: ৬:৫৯:অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ সোনালী ব্যাংক শাখা লিমিটেডের গ্রাহক সেবা মাস এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সোনালী ব্যাংকের আয়োজনে ব্যাংকের হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে রাজগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোঃ ইসরাফিল এর সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাজ্জাত হোসেন এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুস ছাত্তার, মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদ্দার, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মোস্তাফা জামান, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সাংবাদিক এম.এম ইমরান খান পান্না, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গোলাম রহমান আসাদুজ্জামান বাবু, আরশাফুল ইসলাম প্রমূখ। সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য