সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৩৪; মাদক উদ্ধার প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯ | আপডেট: ১১:৪১:পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীসহ ১৩৪ জনকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে দুই কেজি গাঁজা,৫৮ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ৩৯ জন, কলারোয়া থানা থেকে ১৭ জন, তালা থানা থেকে ১২ জন, কালিগঞ্জ থানা থেকে ১৯ জন, শ্যামনগর থানা থেকে ১৫ জন, আশাশুনি থানা থেকে ২২ জন, দেবহাটা থানা থেকে ৭ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা পুলিশের মাদক বিরোধী অভিযানফেনসিডিল উদ্ধারবাংলাদেশ পুলিশমাদক উদ্ধার সংবাদটি ৪১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬