চুকনগরে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ আবু বকর সার আর নেই

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯ | আপডেট: ৮:০৪:অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ এস এম আবু বকর ইন্তেকাল করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।তিনি স্ত্রী,১ ভাই,৩ পুত্র,১ কন্যা,নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।চুকনগর ডিগ্রি কলেজ ছাড়াও তিনি চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় ও চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।এছাড়াও এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভ’মিকা রয়েছে।তিনি ছিলেন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি।তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।গতকাল শুক্রবার বিকাল ৩ টায় চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রোস্তমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।নামাজে জানাজার পূর্বে তার জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,মরহুমের ছোট ভাই অধ্যাঃ ডাঃ নেছার উদ্দীন আহম্মেদ,পুত্র অধ্যঃ আহসান কবীর,এস এম নূর আলী,অধ্যক্ষ আব্দুর রহমান,অধ্যাঃ আতিকুর রহমান,শেখ বজলুর রহমান,এস এম আজিজুল হক,আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড.প্রতাপ রায়,চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন,মুফতি আব্দুস সোবহান প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী জুলু,অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন,দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার,গাজী এজাজ আহমেদ, শেখ মুজিবুর রহমান,প্রভাষক গোবিন্দ ঘোষসহ হাজারো মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক