সাতক্ষীরার মাধবকাটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনার শেফা স্পোর্টিং ক্লাব

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৯:১৮:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরার মাধবকাটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে খুলনার শেফা স্পোর্টিং ক্লাব। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে শুক্রবার বিকেলে মাধবকাটি ফুটবল মাঠে ৮দলীয় এ টুর্নামেন্টের ২য় সেমিতে শার্শার বাগআঁচড়া ফুটবল একাদশকে ২-০গোলে পরাজিত করে খুলনা।

পঞ্চগ্রাম যুব সংঘ ও মাধবকাটি বাজার কমিটির যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টের এ খেলার প্রথমার্ধের ৮মিনিটের সময় খুলনার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় সাব্বির গোল করে দলকে এগিয়ে নেন। মধ্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ৩০মিনিটের সময় খুলনা ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় মিলন গোল করে দলের ব্যবধান বাড়ান। রেফারির শেষ বাশি বাঁজা পর্যন্ত ২-০ গোলে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট পান খুলনা। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাগআঁচড়া ফুটবল একাদশের ৩নম্বর জার্সীধারি খেলোয়াড় জাহিদ। রেফারির দায়িত্ব পালন করেন জাফরুন খান চৌধুরী শামু। তাকে সহযোগিতা করেন বাবর আলি ও পিন্টু মিত্র। ধারাবিবরণীতে ছিলেন অজয় ও তরিকুল।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা, পাপড়ি এগ্রোর ম্যানেজার জয়দেব ঘোষ, মাধবকাটি বাজার কমিটির সেক্রেটারি হুমায়ুন কবির লিটু, ক্রীড়াপ্রেমি মুজিবুল হক পুলিশ, ব্যবসায়ী আবুল খায়ের বিশ্বাস, আল আমিন হোসেন নাফিজ, রেফারি সাজু হালদার প্রমুখ। ফাইনালে কলারোয়ার কয়লা প্রগতি সংঘের মুখোমুখি হবে খুলনার শেফা স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলার তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেয়া হবে বলে আয়োজক কমিটি জানান।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক