মুজিব শত বর্ষের ক্ষণগণনার শুরুতে সাতক্ষীরায় স্মরণকালের সর্ববৃহৎ র‌্যালি অনুষ্টিত

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৬:১০:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় মুজিব শত বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে স্মরণকালের সর্ববৃহৎ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল এই র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বিজয় ফুল প্রদর্শন করা হয়।
মুজিব শত বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতিসহ সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-রাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এদিকে,শুক্রবার বেলা ১১টায় মুজিব শতবর্ষের ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব কর্মসূচি ঘোষণা করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়,মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে শহরের ৭টি গুরুত্বপূর্ণ স্থানে একই ডিজাইনে সুদৃশ্য মুজিব তোরণ নির্মাণ, সন্ধ্যায় পৌরদীঘির চতুর্দিকে প্রদীপ প্রজ্জলন এবং পৌরদীঘির মাঝ বরাবর বঙ্গবন্ধুর ভাষণের প্রতিকৃতি লাইটিং-এর মাধ্যমে প্রদর্শন করা হবে।

এ সময় জেলা প্রশাসক বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় মুজিব বর্ষ উদযাপন করা হবে। শুধু উৎসব নয়, নানামুখী কর্মকান্ডের মাধ্যমে গড়ে তোলা হবে নান্দনিক সাতক্ষীরা। দল-মত-নির্বিশেষে সাতক্ষীরাকে দেশের মধ্যে অন্যতম জেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, মুজিব বর্ষে উৎসবে মাতবে সাতক্ষীরা। একই সাথে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেওয়া হবে প্রশিক্ষণ। এর মাধ্যমে ১৪শ আইটি এক্সপার্ট গড়ে তোলা হবে। সাতক্ষীরায় দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণে অভয়াশ্রম গড়ে তোলা হবে। এছাড়া নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে নানামুখী উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গ্রেট লিডার। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে সকলে মিলে অংশ নিয়ে ইতিহাসের দায় শোধ করতে হবে। নইলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক