সাতক্ষীরার দেবহাটায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯ | আপডেট: ৮:১৭:অপরাহ্ণ, মে ২৮, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটায় পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দু’টোর দিকে দেবহাটার নাজিরের ঘের এলাকায়। দু’জনই ছয় বছরের কন্যা শিশু। একজন আনারুল ইসলামের কন্যা ঐশি ও অপরজন সাগর হোসেনের কন্যা মিম। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শিশুদ্বয় একটি পুকুর পাড়ে খেলার সময় পুকুরে পড়ে যায়। পরে খুঁজতে গিয়ে অন্য শিশুদের মাধ্যমে তাদের অভিভাবকরা জানতে পারে ঐশি ও মিম পুকুর পাড়ে খেলছিল। পরে পুকুরে তাদের ভেসে থাকা লাশ খুঁজে পায় অভিভাবক ও স্থানীয়রা। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা পানিতে ডুবে মৃত্যুপানিতে ডুবে শিশুর মৃত্যু সংবাদটি ৩৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ