সাগরদাঁড়িতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ৮:৪০:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত । ওই ইউনিয়নের  কর্মহীন ২ হাজার ৫০০ পরিবার পেলেন খাদ্য সামগ্রী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত  নিজ তহবিল থেকে বর্তমান মরণব্যাধি করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ২ হাজার ৫০০ পরিবারের প্রতিটি বাড়িতে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাউলের পাশাপাশি ১ টি বড় সাবান পৌঁছে দেন।

খাদ্য সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন,  কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা সহ সেনাবাহিনীর সদস্যরা। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, তাঁর ইউনিয়নের ১৮টি গ্রামের কর্মহীন মানুষদের সার্বিক বিষয়ে আরও সহযোগিতা প্রদান করা হবে। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে জনসচেতনতা মূলক কাজ অব্যহত রেখেছেন ।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক