মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে জাতীয় ছাত্র সমাজ কালিগঞ্জ উপজেলার শোক বিবৃতি প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ৯:৩৪:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম শনিবার(১৩ জুন) মৃত্যুবরন করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় জাতীয় ছাত্র সমাজ কালিগঞ্জ উপজেলা শাখার সাভাপতি নূর ইসলাম (বাবু), প্রয়াত মোহাম্মদ নাসিম-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মোহাম্মদ নাসিম পাঁচ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তৃণমূলে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে মোহাম্মদ নাসিম-এর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জন্য সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহ তাঁকে বেহেস্ত দান করুন। সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালীগঞ্জ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ