ভাইয়ের নীতি

ভাইয়ের নীতি

……….শ্যামল বণিক অঞ্জন………..
দল ও নেতার করে স্তুতি
দিয়ে হাজার প্রতিশ্রুতি,
যদি ভোটে জয়টি পায়
বদলে দেবার সুরে হায়
ভাইটি নিজে বদলে যায়!
রাতারাতি বাঁধন খুলে
দেওয়া সকল কথা ভুলে
খুঁজে চলে অর্থ বিত্ত
আমজনতার নাই নিমিত্ত।
গড়ে তুলে ধনের পাহাড়
জীবনে রঙের সমাহার
ভাইটি দামী আহার করে
গরীব অনাহারে মরে।
এসব নিয়ে তখন কি আর
সময় থাকে ভাইয়ের ভাবার?
স্বপ্নে বিভোর চূড়ায় চড়ান
শুধু নিজের আখের গড়ার
হোকনা ধনী গরীবের মাল
টক মিষ্টি থাক সেটা ঝাল,
খেতে হবে চেটেপুটে
চলবেনা ফেলা তা মোটে।
এইতো আমার ভাইয়ের নীতি
ভোটের মাঠেই জনপ্রীতি !
সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা