ব্যাডমিন্টন টূর্ণামেন্টে তালার বেকহ্যাম-বুলবুল জুটি চ্যাম্পিয়ন প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক: তালার হরিবেকহ্যাম-সৈয়দ বুলবুল জুটি ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে খুলনা টুরিস্ট ক্লাব আয়োজিত দারোগাপাড়া মাঠে সবুজ-সাম্মুন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গেীরব অর্জন করে বেকহ্যাম-বুলবুল জুটি। খেলায় প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস এম মোজাফার রশিদী রেজা। এ সময় ব্যাডমিন্টন খেলায় বিশেষ অবদান রাখায় নাজমুল ইসলাম ও আব্দুল্লাহ মাসুদকে সম্মাননা স্মারক ক্রেষ্ট দেওয়া হয়। খেলা পরিচলানা করেন সামিম ও জাহিদ। শত শত নারী-পরুষ দর্শক উক্ত খেলা উপভোগ করেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ব্যাডমিন্টন টূর্ণামেন্ট সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা ওসি পুত্র ঋষিকেশ রবি দাবা খেলায় জেলা চ্যাম্পিয়ান সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান