সাতক্ষীরার তালায় বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিদ্যুতের তারে শকখেয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার সকালে উপজেলার প্রসাদপুর গ্রামে ঘটেছে। নিহত ব্যক্তি হলেন, প্রসাদপুর গ্রামের মৃত মোজার ফকিরের ছেলে সাজ্জাত ফকির (৫৮)। নিহতের পারিবার জানায়,সোমবার সকাল ৭টার দিকে সাজ্জাত ফকির গাছে নারিকেল পাড়তে উঠে গাছের পাতা কেটে দিলে পাশে বিদ্যুতের মেইন লাইনের তারের উপর পড়লে হাত দিয়ে ধরে টান দিলে শক খেয়ে নিচে পড়ে গেলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.রাসেল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় মুজিববর্ষের ৪র্থ ধাপে জমিসহ গৃহ পাচ্ছেন ৬০৫টি পরিবার আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?