পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯ | আপডেট: ১০:৩৩:পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় মালেক গাজী (৫৩) নামে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। সে উপজেলার গড়ইখালী গ্রামের মৃত তফছের গাজীর ছেলে। গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, মালেক বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার চাচার বাড়ীতে বিদ্যুতের কাজ করছিল। এ সময় আর্থিং রডের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মালেকের মৃত্যু হয়। পরে ডাক্তারের নিকট নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ২৩১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় মুজিববর্ষের ৪র্থ ধাপে জমিসহ গৃহ পাচ্ছেন ৬০৫টি পরিবার আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?