দুর্দিন প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯ | আপডেট: ১২:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯ দুর্দিন ………………শ্যামল বণিক অঞ্জন…………….. দুর্দিন আজ মসৎকুলে ছিলো দাপট যার কিনা জমে ছিলো পেট ভরা তেল খেয়ে পুঁটি দারকিনা! পড়ছে ধরা জেলের জালে রুই কাতলা বোয়াল ঝাঁকে উজান গাঙের স্রোতধারায় শঙ্কা যে হায় বাঁকে বাঁকে। গভীর জলের মসৎ জাতি পাচ্ছে যে টের ভীষণ ঠ্যালা, যাদের ভয়ে এতোটা কাল নুজু ছিলো মলা ঢেলা! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা দুর্দিন সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?