খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও খুলনা জেলা প্রশাসনের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম- এর  নেতৃত্বে বুধবার(২৮ জুলাই) খুলনা মহানগরের বিভিন্ন বাজার তদারকি করা হয়।
 
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (মূল্য বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ) করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে  ১৮হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং সহ লিফলেট, প্যামপ্লেট  বিতরণ করা হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, শিরোমনি খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর  খুলনা প্রতিনিধি।
 
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা