কেশবপুর নৌকা প্রতীকের পৌর নির্বাচনী কার্যালয় উদ্বোধন প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ | আপডেট: ৮:৩৮:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পৌর নির্বাচনী কার্যালয় রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন গরুহাটা চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নৌকার পৌর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, সিনিয়র আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিক সাহা, পৌর আওয়ামী লীগ নেতা আবুল বাসার খান, পৌর আওয়ামী লীগ নেতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান, আব্দুস সালাম খান, জাহাঙ্গীর হোসেন জিনজির প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান যশোর ৬ সংসদীয় আসনশাহীন চাকলাদার সংবাদটি ৩৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত