কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ১ প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ | আপডেট: ১০:১৫:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল হান্নান নামে এক যুবক নিহত হয়েছে । পুলিশ ঘাতক গাড়ি আটক করেছে । গুরুতর আহত সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর পৌর এলাকার মধ্যকুল তেল পাম্পের নিকট যাত্রীবাহী বাস মটর সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক আবদুল হান্নান মারা যায় । মটর সাইকেলে থাকা উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আবদুল হান্নানের মরদেহ উদ্ধার সহ ঘাতক বাসটি আটক করেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ জানান। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান কেশবপুরে সড়ক দূঘর্টনানিরাপদ সড়ক চাই সংবাদটি পড়া হয়েছে ২৮৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ