কেশবপুরে সর্দি-জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ | আপডেট: ৬:৫৯:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুরে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত করোনা সন্দেহে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ভর্তি হওয়া তরিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সে জন্য তার নাক ও গলা থেকে লালা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরে পাঠানো হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে তরিকুল ইসলামকে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হলে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে আক্রান্ত তরিকুল ইসলামের নাক ও গলা থেকে লালা সংগ্রহ করেছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, তরিকুল ইসলাম নামে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত এক রোগীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরে পাঠানো হয়েছে। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টানে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক