কেশবপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):যশোরের কেশবপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় সোমবার দুই জনকে পৃথক ভাবে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস


কেশবপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকের দায়িত্বে থাকা মোঃ মিজানুর রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান হোম কোয়ারেন্টাইন না মানায় ১০ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা অভিযান চালিয়ে দুবাই ফেরত সাগরদাঁড়ি ইউনিয়নের শ্রীপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী মাসুরা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সাংবাদিকদের জানান, সরকারি কাজে বাধা প্রদান করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সন্ধ্যায় শহরের বিভিন্ন চায়ের দোকানে থাকা টিভি অপসারণ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান , সহকারি কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক