কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ | আপডেট: ৪:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৪ তলা ছাদ থেকে পড়ে হাজ্বী আবদুল মোতালেব মহিলা কলেজের প্রভাষক জুলফিকার আলীর (৫৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলা পাড়ায় ওই শিক্ষকের বাসভবনে। এলাকাবাসি ও থানা সূত্র জানায়, এক মাস আগে থেকে শহরের উপজেলা পাড়ার বাসিন্দা জুলফিকার আলী তার বাস ভবনের ৪র্থ তলার নির্মাণ কাজ শুরু করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি রড বাঁধার কাজ দেখতে ছাদের ওপর ওঠেন। এ সময় তিনি অসাবধানতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হলে ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সন্ধ্যার পর তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শহরের হাজ্বী আবদুল মোতালেব মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। শুক্রবার মরহুমের জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ২২১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ