কেশবপুরে বিএনপি নেতা আবুল কাশেমকে মারপিট ও হুমকী প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ | আপডেট: ১০:৫৬:অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার অপরাধে কেশবপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবুল কাশেমকে তার কেশবপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে মারপিট ও হুমকী দেয়ার ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করা ও বিএনপির প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানানোর অপরাধে তাকে মারপিট ও বাজার ছাড়ার হুমকী দেয়া হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা সহ নির্বাচনের পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন প্রার্থী আবুল হোসেন আজাদ। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান সংবাদটি ৩১১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত