কেশবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ | আপডেট: ৯:১৮:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শিশু সদন ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন-সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অপরদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর প্রেস ক্লাবের হল রুমে ওই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ শাহীনুর ইসলাম। সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মসিউর রহমান, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ইন্দ্রজিৎ হালদার, যুগ্ন সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ডাক্তার মোসাররফ হোসেন,সাধারণ সম্পাদক প্রদীপ বসু পল্টু, সিরাজুল ইসলাম,মনজুরুল ইসলাম ডবলু, পাপড়ি দাস প্রমুখ।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ মশিয়ুর রহমান ।কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে’র সভাপেিত্ব প্রধান অুিতথির বক্তব্য দেন বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক