কেশবপুরে পৌরসভা নির্বাচনে ৮ কাউন্সিলর প্রার্থী পেলেন আওয়ামীলীগের সমর্থন প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ | আপডেট: ৫:৫৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ অনেক জল্পনা কল্পনা শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ৭টি ওয়ার্ডে ও একটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলরদের দলীয় সমর্থন দিয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা। জানা গেছে, পৌর সভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড উন্মুক্ত, ৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, ৬ নম্বর ওয়ার্ডে মনোয়র হোসেন মিন্টু, ৭ নম্বর ওয়ার্ডে কামাল খান, ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে উন্মুক্ত। এছাড়া সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে আসমা খাতুনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অপর দু’টি সংরক্ষিত ওয়ার্ড উন্মুক্ত করা হয়েছে। দলীয় সমর্থন পাওয়া প্রার্থীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, বর্তমানে কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন। উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফশিল অনুযায়ী, কেশবপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ করা হবে ১২ ফেব্রুয়ারি। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সংবাদটি পড়া হয়েছে ২৯৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ