কেশবপুরে জমি নিয়ে বিরোধে মহিলা মেম্বার আহত

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ | আপডেট: ৬:৫৮:অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কেশবপুর সদর ইউনিয়নের মেম্বার সন্ধ্যা রাণী রায় গুরুতর জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় সোমবার ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের সুকুমার রায়ের বসত ভিটার জমি নিয়ে দীর্ঘ ১ বছর ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী ললিত রায়ের সাথে। রোববার সকালে উক্ত বিরোধের জের ধরে ললিত রায়ের ছেলে অমল রায়ের নেতৃত্বে ৩ থেকে ৪ জন যুবক লাঠিসোটা নিয়ে সুকুমার রায়ের বসত ভিটায় প্রবেশ করে তার স্ত্রী কেশবপুর সদর ইউনিয়নের মহিলা মেম্বার সন্ধ্যা রাণী রায়কে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার ( ২৩ মার্চ ) এ ঘটনায় মহিলা মেম্বার সন্ধ্যা রাণী রায় বাদি হয়ে অমল রায়, শ্যামল রায় ও ললিত রায়কে আসামী করে থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

প্রতিপক্ষ ললিত রায় বলেন, তাদের কাছে আমার জমি পাওনা রয়েছে। তারা ছাড়তে রাজি না হলে উভয়ের মধ্যে ঠেলাঠেলি হয়েছে মাত্র। কাউকে মারপিট করা হয়নি।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, অভিযোগটি পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক