কেশবপুরে গাছের ডাল মাথায় পড়ে ব্যবসায়ীর মৃত্যু প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসি জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের রওশন আলী মোড়লের ছেলে ইকবাল হোসেন (৩৮) কাট কাটা শ্রমিক নিয়ে কাজে যায়। শ্রমিকরা একটি শিরিশ গাছের উপরে উঠে গাছের ডাল কাটতে থাকে। এ সময় গাছের নিচে ইকবাল হোসেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই গাছের কেটে দেয়া ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে কেশবপুর সদর হাসপাতাল ও পরে খুলনা শেখ আবু নাসের হাসপাতালে নিয়ে ভর্তি করে। গত পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান সংবাদটি ৪৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত