কেশবপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১ | আপডেট: ২:২৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
কেশবপুরে আটক মাদক ব্যবসায়ী মোকলেছুর রহমান।

যশোরের কেশবপুরে ৫শ গ্রাম গাঁজাসহ মোকলেছুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার খোপদহি এলাকার নূর মোহাম্মদ মোড়লের ছেলে মাদক ব্যবসায়ী মোকলেছুর রহমানের (২৮) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরার তালা ও কেশবপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মোকলেছুর রহমানের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর