কেশবপুরে করোনা ভাইরাস মোকাবিলায় পৌরসভার বিভিন্ন উদ্যোগ প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ | আপডেট: ৩:০৮:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমান বিশ্বের আতঙ্ক করোনা ভাইরাস মোকাবিলায় মাসিক সভা, কমিটি গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততো দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। পৌরসভার অফিস সূত্রে জানা গেছে, বর্তমান বিশ্বের ভয়ঙ্কর এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। গত ২২ মার্চ প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণ দেয়ার পর কেশবপুর পৌরসভা করোনা ভাইরাস মোকাবিলায় মাসিক সভা, মূল কমিটি প্রত্যেক ওয়র্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। পৗরসভার পক্ষ থেকেও জীবানুনাশক স্প্রে করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নিদের্শিত একটি গাড়ি, ড্রাইভার ও ২ জন কর্মী নিয়োজিত রয়েছে। পৌরসভার পক্ষ থেকে কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের একটি কক্ষ আইসোলেশন সেন্টার নির্ধারন করা হয়েছে। এছাড়া, করোনা ভাইরাসে কেউ মারা গেলে তার দাফনের জন্যে কবর খোড়ার লোকও নির্ধারণ করা হয়েছে। এ ভাইরাস সম্পর্কিত সরকারের ঘোষণা বস্তবায়নে পৌর এলাকার জরগণের নিরাপত্তাকালিন ৫টি চাউলের আড়ৎ, ১০টি কাঁচামালের দোকান নির্ধারণ করা হয়েছে। যাতে জরুরী খাদ্য সরবরাহ করা যায় তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ৯টি ওয়ার্ড কমিটির সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে হ্যান্ড মেশিনের সাহায্যে জীবানুনাশক ওষুধ ছিটানো অব্যাহত রয়েছে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মী দ্বারা সকাল বিকেল শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে ৩’শ পিচ খারযুক্ত ও জীবানুনাশক সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাউন্সিলর, রাজনৈতিক নেতাদের সমন্বেয়ে গণসংযোগ, মাইকিং ও ২৪ ঘন্টা মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া শহরকে জীবানুমুক্ত করতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ব্যক্তিগত গাড়িতে জীবানুনাশক স্প্রে করার পরিকল্পনা নেয়া হয়েছে। সর্বপরি শহর থেকে বেওয়ারীশ কুকুর তাড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নিজ তহবিল থেকে ১১ হাজার ৯০০ মাস্ক, ৯০০ হেক্সিসল ও এক কার্টন পিপিই কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন। উপজেলা পরিষদের সভা কক্ষে স্বল্প পরিসরে উপরোক্ত উপকরণ নির্বাহী অফিসার নুসরাত জাহানের কাছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর প্রমুখ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রাপ্ত উপকরণ স্বাস্থ্য কমপ্লেক্সসহ জনগনের ভেতর বিতরণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ