কালিগঞ্জ বন্ধু কল্যাণ সমিতির ২১৪তম মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ বন্ধু কল্যাণ সমিতির ২১৪ তম মাসিক সভা ২৫ ডিসেম্বর ২০২০ইং শুক্রবার রাত সাড়ে আটটা কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয় অনুষ্ঠিত হয়। বন্ধু কল্যাণ সমিতির সভাপতি ও সুশীলন এর উপর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান এর সঞ্চালনায় সভায় শুরুতে কালিগঞ্জ পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমান গনি স্যারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সভায় বন্ধু কল্যাণ সমিতির ২০২০ সালের শেষ সঞ্চয় সমিতির সাংগঠনিক কার্যক্রম থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও বার্ষিক সভার বিস্তারিত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। বন্ধু কল্যাণ সমিতির সহ-সভাপতি শেখ আবু তাহের কোষাধ্যাক্ষ অমল কুমার সরকার দপ্তর সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সদস্য শেখ সাইফুল বারী, জি এম আবু আব্দুল্লাহ খান, জাহিদুল ইসলাম, বাবু ডাক্তার রফিকুল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান শেখ শাকির আহমেদ বাবু সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু সবশেষে আপ্যায়নের দায়িত্বে ছিলেন শেখ শাকির আহমদ বাবু।